বাইরে আকাশে মেঘের প্রচণ্ড গর্জন । সাথে গুড়িগুড়ি বৃষ্টিও হচ্ছে ।
আকাশের মনটা আজ ভীষণ খারাপ । মন ভাল নেই তুহিনেরও । কয়েক দিন কথা হয় না তমার সাথে
। ভালবাসার মান-অভিমান চলছে ওদের মাঝে । একজন ফোন দেয় তো অন্যজন ফোন ধরে না অথবা
কেটে দেয় । আরেকজন আবার ব্যস্ত আছি ওজুহাত দেখিয়ে বলে পরে কথা বলব । তাই জানালা
খুলে বিছানায় শুয়ে শুয়ে বাইরে বৃষ্টি দেখছে তুহিন । আর মনে মনে কি যেন ভাবছে । হয়ত
তমার কথা । হঠাৎ ফোনটা বেজে উঠল ।
-হ্যালো । কে বলছেন ?
-চিনতে পারছ না । নাকি চিনেও না চেনার ভান করছ ?
-এটা কার নাম্বার ?
-কেন তোমার সেভ করা নেই ?
-কবে থেকে এই নম্বর ইউজ করছ ?
-আগে তো আমার সব নম্বর মুখস্থ ছিল । এই কয়েক দিনেই সব ভুলে গেলে ?
-তুমিই তো সব ভুলতে বাধ্য করেছ ।
-এখন সব দোষ আমার ? আর তুমি তো ধোয়া তুলসীপাতা । তোমার কোন দোষই নেই ।
ফোন রিসিভ কর না কেন ? (রাগের সুরেই বলল তমা)
-আর তুমি ব্যস্ত আছি বলে ফোন কেটে দাও তার কোন দোষ নেই ?
-ব্যস্ত থাকলে কি বলব তবে ? বলব ফ্রি আছি ??
-এত রাগছ কেন ?
-রাগব না তো কি করব ?
-এত দিন কত মিষ্টি মিষ্টি কথা বলতা । কই গেল সেসব ?
-বাজে কথা বলবানা, বললাম ?
-এখন আমার কথা বাজে লাগে না ? লাগবেই তো । এখন তোমার কাছে আমার আর কোন
প্রয়োজন নেই । সব ভুলে গেছ না ?
-তুমি কি তোমার দেয়া গিফটগুলোর কথা বলছ ? ঠিক আছে সব পাই পাই করে ফেরত
দেব ।
-তুমি গিফটগুলোকেই শুধু মনে রেখেছ ? আর আমার ভালবাসার কোন মূল্য নেই
তোমার কাছে ?
-আর ভাল লাগছেনা ।
-ভাল তো লাগবেই না । এখন আমার আর কিছুই তোমার ভাল লাগবেনা ।
-কে এছেসে তোমার জীবনে নতুন করে ?
-কার কথা বলছ ?
-দেখি তো ফেসবুকে সব অনলাইন ? কি কর সারাদিন ফেসবুকে ?
-কি আর করব । অন্তত তোমার আজেবাজে কথা তো শুনতে হয় না ।
-আবার ফ্রেন্ডলিস্টটাও দেখি হাইড করছ ।
-তোমার কোন সমস্যা ?
-আমার আবার কি সমস্যা । ফোন দিয়েছ কি এই কথা গুলো শোনানোর জন্য ?
-তুমি মনে হয় আমার সাথে কথা বলতে চাচ্ছ না ? তোমার কথা বলার কত কে আছে
। আমি আবার কে ? (কাঁদতে কাঁদতে বলছে তমা)
-কাঁদবানা বললাম । কাঁদলে কিন্তু......... ?
-কি করবে ? (চোখের কোণা বেয়ে পানি গড়িয়ে পরছে তমার ।)
-কিছুনা । তোমরা মেয়েরা তো শুধু কাঁদতেই পার আর কিছু পার না ।
-তোমরা ছেলেরা তো পাষাণ ।
-অনেক হইছে । এবার থাম । কাল না তোমার বার্থডে । হ্যাপি বার্থডে টু ইউ । কাল দেখা করছ তো ?
-থ্যাংকস । মনে আছে তাহলে ?
-আমি সব ভুলতে পারি কিন্তু তোমাকে ভুলতে পারি না ।
-থাক আর বাড়িয়ে বলতে হবে না ।
-কিছুই বাড়িয়ে বলছি না । কোথায় দেখা হচ্ছে কাল ?
-আমি সকালে বের হতে পারব না ।
-তবে বিকালে । সারে চারটায় । টিএসসিতে । তোমার ফ্রেন্ডরা থাকবে না ?
-ওদের পরশুদিনের কথা বলেছি ।
-এখন কান্না বন্ধ হইছে ?
-মেয়েরা শুধু কাঁদার জন্যই জন্ম হইছে ।
-আবার শুরু করছ ! রাতে কথা বলবা তো ?
-হ্যাঁ বলব ।
রাখি বলে বাইরে তাকিয়ে তুহিন দেখল বৃষ্টি কিছুটা কমেছে । পূর্বাকাশে
তো সূর্যটা উকি দিচ্ছে তারই বদৌলতে রংধনু দেখা দিয়েছে । রংধনুর সাতরং যেন ময়ূরের পাখা
মেলে দিয়েছে । এ যেন ভালবাসার রংমিলান্তির সাতরং ।